দিনাজপুরে করোনায় আরও তিনজনের মৃত্যু
দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২৩ জন।
গত ২০ জুলাই দিনাজপুর সদর ও পার্বতীপুর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়। তাদের নমুনা পরীক্ষায় বুধবার (২২ জুলাই) রাতে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়াও রাতে চিরিরবন্দর উপজেলার অপর এক করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীরা স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করেছেন।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, করোনার উপসর্গ নিয়ে গত সোমবার (২০ জুলাই) মারা যাওয়া দুইজন ব্যক্তির বুধবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। আরও একজন করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার ১০৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে নতুন করে জেলায় ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২৭ জন, বিরামপুরের তিনজন, বিরলের দুইজন, খানসামার একজন ও পার্বতীপুরের একজন রয়েছেন।
দিনাজপুরের ১৩টি উপজেলা থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৬৮৩ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে সর্বমোট ৯ হাজার ৪০৮ জনের। জেলায় মোট এক হাজার ৩০৮ জন করোনা রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ৭৮৬ জন। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হল ২৭ জনের। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩ জন।
এমদাদুল হক মিলন/আরএআর/পিআর