মুজিববর্ষে নওগাঁয় এক লাখ গাছ লাগাবে আ.লীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৪ জুলাই ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের নওজোয়ান মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও শাকিল আহমেদ বাদল, দফতর সম্পাদক আমিনুল করিম তরফদার, অর্থ-সম্পাদক এমএ খালেক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মজিদ, জেলা মহিলা লীগের সভাপতি পারভীন আকতার, সাধারণ সম্পাদক লিপি সাহা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাতিশা আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জনিসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলায় প্রায় এক লাখ ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

আব্বাস আলী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।