সরকারি সুবিধা দেয়ার কথা বলে টাকা আদায়, কাউন্সিলর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২৪ জুলাই ২০২০

ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু ইউসুফ বাদলকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পৌরসভার পূর্ব মধুপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, পৌর কাউন্সিলর বাদল রেশন কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা দেয়ার নাম করে অসহায়দের কাছ থেকে বিভিন্ন সময় মোটা অংকের টাকা হতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি মাতৃত্বকালীন ভাতার কার্ডধারী ২১ জনের কাছ থেকে তিন হাজার টাকা করে নেয়ার কথা স্বীকার করেন কাউন্সিলর বাদল। র‌্যাবের জিজ্ঞাসাবাদে বাদল জানান, নিজের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, তাই তিনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. নুরুজ্জামান বিষষটি নিশ্চিত করে বলেন, আটক কাউন্সিলরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রাশেদুল হাসান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।