আলোর পথে এলেন ৭৫ চোরাকারবারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২৭ জুলাই ২০২০

হবিগঞ্জে ৭৫ জন চোরাকারবারি আত্মসমর্পণ করেছেন। সোমবার (২৭ জুলাই) দুপুরে হবিগঞ্জ বিজিবির সদর দফতরে বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরীর কাছে আত্মসমর্পণ করেন তারা।

মাধবপুর উপজেলার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর, মনতলা, হরিণখোলা, কমলপুরসহ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকসহ বিভিন্ন পণ্য ভারত থেকে অবৈধপথে দেশের আনার কাজে জড়িত ছিলেন আত্মসমর্পণকারীরা।

আত্মসমর্পণ করার পর তাদের নিয়ে আলোচনা সভা হয়। বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন চোরাকারবারি ফয়েজ। এ সময় উপস্থিত ৭৫ জন চোরাকারবারি ভবিষ্যতে এই কাজে লিপ্ত হবেন না মর্মে অঙ্গীকার করেন।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী চোরাকারবারিদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে চোরাচালানের সঙ্গে আর সম্পৃক্ত হবেন না। ধর্মীয় অনুশাসন মেনে সৎভাবে জীবনযাপন করবেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আত্মসমর্পণকারীরা মাধবপুর উপজেলার মনতলা, হরিণখোলা ও রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা। হবিগঞ্জের ১৫০ জন চোরাকারবারি বছরে ৬০ লাখ টাকার ব্যবসা করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।