পদ্মায় বিলীন ফেরি ঘাটের অ্যাপ্রোচ সড়ক
মুন্সিগঞ্জের শিমুলিয়ায় রো রো ফেরি ঘাটের অ্যাপ্রোচ সড়কসহ প্রায় ২০০ মিটার এলাকা পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিআইডব্লিউটিএ’র নবনির্মিত কিছু স্থাপনা ও একটি মসজিদসহ বেশকিছু অস্থায়ী দোকান নদীগর্ভে তলিয়ে যায়।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে বিআইডব্লিউটিএ’র নবনির্মিত একটি স্থাপনা ও দুটি ঘরসহ একটি টিনশেড মসজিদ ভেঙে গেছে। ঘাটের নিম্ন ভাগে কিছু অস্থায়ী দোকান ছিল তাও নদীগর্ভে তলিয়ে গেছে।
তিন নম্বর ঘাট এলাকায় নদীভাঙনের কারণে বিআইডব্লিউটিএ’র দুরন্ত জাহাজে করে ঘাটের জরুরি জিনিসপত্র সরিয়ে নেয়া হচ্ছে। ঘাট ঠিক না হওয়া পর্যন্ত রো রো ফেরি চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর