আত্মসাতের চাল রিকশাচালকের বাড়িতে রেখেও রক্ষা হলো না!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২৯ জুলাই ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডুরা ইউনিয়নের জঙ্গাল গ্রামের রিকশাচালক জাদু সরকারের বাড়ি থেকে ভিজিএফের ৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় এলাকার কিছু লোকজন ওই বাড়িতে চালের বস্তা দেখতে পেয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খবর দেন। ইউএনও বিষয়টি শায়েস্তাগঞ্জ থানায় জানান।

পরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনাস্থলে পৌঁছে চাল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

jagonews24

এলাকাবাসী জানান, গত ২৭ জুলাই ভিজিএফ-এর চাল বিতরণের উদ্বোধন করেন এমপি আবু জাহির। এ সময় ১ হাজার ৭৫৫ জন লোককে কার্ড দেয়া হয়। কিন্তু ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার নান্টু সূত্রধর ওই চাল রিকশাচালক জাদু সরকারের ঘরে আত্মসাতের জন্য লুকিয়ে রাখেন। তাদের দাবি গ্রামের অনেক কার্ডধারীর চাল এভাবে আত্মসাৎ করে থাকেন ইউপি মেম্বার নান্টু সূত্রধর।

এ ব্যাপারে নান্টু সূত্রধর জানান, তিনি এ চাল সম্পর্কে কিছুই জানেন না। সকালে বিষয়টি জানতে পেরেছেন।

jagonews24

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমি আক্তার বলেন, সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কামরুজ্জামান আল রিয়াদ/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।