শিমুলিয়া ঘাটে জমানো সব গাড়ি ঢাকায় ফেরত যাওয়ার নির্দেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:০০ পিএম, ৩১ জুলাই ২০২০
ফাইল ছবি

পদ্মায় তীব্র স্রোতের কারণে প্রতিদিনের মতো আজও সন্ধ্যার পর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ঈদ যাত্রায় শিমুলিয়া ঘাটে জমানো সব গাড়ি ঢাকায় ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

কাঠালবাড়ি ফেরিঘাটে বিআইডব্লিটিসির ম্যানেজার আবদুল আলীম জানান, মুন্সীগঞ্জের কুমারভোগে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে নদী গর্ভে বিলীন হয়ে গেছে পদ্মা সেতুর সংরক্ষিত অনেক উপকরণ।

এছাড়া তীব্র স্রোতের কারণে রাতে কোনোভাবেই নির্ঘ্নিণে ফেরি চলতে পারছে না। এ কারনে বিগত প্রায় দুই সপ্তাহের ও বেশি সময় ধরে রাতের বেলা ফেরি চলাচল বন্ধ থাকছে। তবে রাতে রোরো ঘাটসহ শিমুলিয়া প্রান্তে স্বাভাবিক অবস্থা থাকলে হয়ত আবার সকাল থেকে ফেরি চলাচল করতে পারে।

নাসির/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।