চুয়াডাঙ্গার এসপি করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০২ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে জেলায় আরও ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রোববার (০২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান বলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ আরও ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার রাতে তাদের প্রতিবেদন পাওয়া যায়। এ পর্যন্ত জেলায় ৬৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩০৩ জন। মারা গেছেন ১০ জন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, করোনায় আক্রান্ত হয়ে পুলিশ সুপার তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। তিনি সুস্থ আছেন।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।