চুয়াডাঙ্গায় নতুন করে ৩০ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৫ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৮ জন। সুস্থ হয়েছেন ৩৪৪ জন ও মারা গেছেন ১১ জন।

বুধবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৫১ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৬ জন, আলমডাঙ্গার ৯ ও দামুড়হুদার ৫ জন রয়েছেন।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৪৬ জন ও হোম আইসোলেশনে ২৮৫ জন চিকিৎসা নিচ্ছেন।

সালাউদ্দীন কাজল/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।