নৌকাবাইচ দেখা হলো না দুই ভাইয়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১০:১৫ এএম, ০৬ আগস্ট ২০২০

নওগাঁর মান্দায় নৌকাবাইচ দেখতে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চক-কসবা বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চকদেবিরাম গ্রামের মৃত শরফত উল্লার ছেলে আব্দুল মজিদ (৬৫) ও তার ছোট ভাই রইচ উদ্দিন (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে বুধবার রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুরে একটি বিলে নৌকাবাইচের আয়োজন করা হয়েছিল। মান্দা চকদেবিরাম গ্রাম থেকে একটি শ্যালো ইঞ্জিনচালিত ডিঙি নৌকা নিয়ে আব্দুর রশিদ, আব্দুল মজিদ, রইছ উদ্দিন, অন্তর, ভুদু মিয়া ও আব্দুল মান্নান সেখানে যাচ্ছিলেন। হঠাৎ আকাশে মেঘ করে ঝড় বৃষ্টি শুরু হলে নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নৌকাডুবির প্রায় ১ ঘণ্টা পর আব্দুল মজিদের ভাসমান লাশ উদ্ধার করে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এছাড়া রাজশাহী থেকে ডুবুরি দল সন্ধ্যায় এসে নিহতের ছোট ভাই রইচ উদ্দিনের মরদেহ উদ্ধার করে।

মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান নৌকাডুবির ঘটনায় দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

আব্বাস আলী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।