খুলনায় চিকিৎসাধীন অবস্থায় করোনা রোগীর মৃত্যু
খুলনায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হক জমাদ্দার (৫৫) নামে এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাগেরহাটের মোংলা থানাধীন শেলাবুনিয়া এলাকার মৃত কদম আলী জমাদ্দারের ছেলে আব্দুল হক জমাদ্দার জ্বর-কাশি নিয়ে গত বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে হাসপাতালে ভর্তি হন।
শারীরিক অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
আলমগীর হান্নান/বিএ