৯ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১০:১৮ এএম, ০৮ আগস্ট ২০২০

৯ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে পদ্মায় তীব্র স্রোতের কারণে শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, শনিবার ভোর ৫টার দিকে সাতটি ফেরি চালুর মাধ্যমে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

তিনি জানান, শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় তেমন গাড়ি নেই। কাঁঠালবাড়ী ঘাটে যাত্রীদের ভিড় রয়েছে। বর্তমানে দুটি ফেরিঘাট দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করছে ফেরিগুলো।

এদিকে পদ্মা নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ৩ ও ৪ নং ঘাটের অ্যাপ্রোচ সড়ক বিলীন হওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তীব স্রোত ও ভাঙনের কারণে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুর্ঘটনা এড়াতে এ নৌ রুটে মাত্র তিনটি ছোট ফেরি চলাচল করে। শুক্রবার রাতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।