বঙ্গবন্ধুর সব কাজে অনুপ্রেরণা দিয়েছেন বঙ্গমাতা : এমপি শাওন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:১১ পিএম, ০৮ আগস্ট ২০২০

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব কাজে অনুপ্রেরণা দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তাই আজ বঙ্গমাতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (০৮ আগস্ট) দুপুরে ভোলার লালমোহন উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে ৪০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি শাওন।

তিনি বলেন, সারাবিশ্বে অবিস্মরণীয় নেতা হয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক অর্থাৎ ৭ মার্চের ভাষণের আগ মুহূর্তে বঙ্গমাতাই জাতির পিতাকে চূড়ান্ত অনুপ্রেরণা জুগিয়েছিলেন। বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা।

jagonews24

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমি, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান ও আওয়ামী লীগ নেতা আবুল হাসান রিমন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় আলোচনা সভা, বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া, নারীদের সেলাই মেশিন বিতরণ ও আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি অসহায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

জুয়েল সাহা বিকাশ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।