খুলনায় তাজিয়া মিছিল


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ০৪ নভেম্বর ২০১৪

নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনায় পবিত্র আশুরা পালিত হয়েছে। আশুরা উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর আলতাপুল লেন হতে তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আলতাপুল লেনে গিয়ে শেষ হয়।

তাজিয়া মিছিলে শিয়া সম্প্রদয়ের নারী-পুরুষসহ সব বয়সের লোকেরা অংশগ্রহণ করেন। কালোপতাকা নিয়ে তারা মিছিলে হায় হাসান- হায় হোসেন বলে শ্লোগান দেয়। অনেকে শিকল দিয়ে বুক-পিঠ রক্তাক্ত করে ফেলে। মিছিলের মধ্য তাজিয়া রেখে দড়ি দিয়ে টেনে নেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।