খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নারী নিহত
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে মোর্শেদা বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর ১০ বছরের ছেলেও আহত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাবুছড়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোর্শেদা বেগম সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের স্ত্রী।
দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, সন্ত্রাসীরা গভীর রাতে আব্দুল মালেকের ঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে মোর্শেদা বেগম ও তার ছেলে মো. আহাদ গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান মো. আব্দুল মালেক। পরে স্থানীয়রা তাদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে আহাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনও জানা যায়নি।
মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/এমএস