বান্দরবানে বার্মিজ মার্কেটে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২১ আগস্ট ২০২০

বান্দরবানের পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাকরিয়া হায়দার।

bandarban02.jpg

তিনি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের বান্দরবান সদর এবং রোয়াংছড়ির দুটি ইউনিট একত্রে আগুন নিয়ন্ত্রণে আনে। বার্মিজ মার্কেটের বেশিরভাগই ছিল কাপড়ের দোকান।

সৈকত দাশ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।