ফেনীতে বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২২ আগস্ট ২০২০
ফেনীতে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার চার

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এক গৃহবধূ (৩০) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে গৃহবধূকে তুলে নিয়ে বাড়ির পাশের বাগানে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় রাতেই গৃহবধূ ছাগলনাইয়া থানায় মামলা করেন। এর দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে একই গ্রামের আবু তাহেরের ছেলে মো. কমিন উল্লাহ (২০), মৃত সামছুল হকের ছেলে মো. ইমরান হোসেন (১৯), মৃত জমির আহাম্মদের ছেলে নিজাম উদ্দিন (১৯) ও খুরশিদ আলমের ছেলে মো. একরামে হোসেন পারভেজকে (১৯) গ্রেফতার করে পুলিশ।

ছাগলনাইয়া থানা পুলিশের ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, শনিবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাশেদুল হাসান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।