পাহাড়ে বৃদ্ধের লাশ, পাশে এক জোড়া জুতা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আমিনুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার সীমান্তঘেঁষা কোচপল্লী খলচান্দা পাহাড়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আমিনুল ইসলাম উপজেলার নন্নী উত্তরবন্দ অভয়পুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৬ আগস্ট বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন আমিনুল ইসলাম। পরে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়। সোমবার দুপুরে স্থানীয় কয়েকজন যুবক গরু চরাতে সীমান্তবর্তী পাহাড়ে গেলে দুর্গন্ধ বের হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পুলিশকে খবর দিলে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে এবং মৃতের ছেলে হাসানুজ্জামান রাসেল মরদেহ শনাক্ত করেন। উদ্ধারকালে মরদেহের পাশে কীটনাশকের বোতল পাওয়া যায়।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এএম/এমএস