মাছের পরিবর্তে জেলেদের জালে লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২৯ আগস্ট ২০২০
ফাইল ছবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীতে জেলেদের জালে মাছের বদলে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। শনিবার বিকেলে কয়া ইউননিয়নের সেতুঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করে জেলেরা। মৃত ব্যক্তির নাম সেলিম (৪৫)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া মন্ডল পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সোয়া ১০টার সময় ছেঁউরিয়া মন্ডলপাড়া শ্মশানঘাট এলাকায় সেলিম গোসল করতে গিয়ে নিখোঁজ হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। পরে ওই দিনই বিকেলে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে নেমে তাকে খোঁজাখুঁজি করে।

রাত হয়ে গেলে ডুবুরি দল উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ করে শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। খোঁজাখুঁজির পরও ডুবুরিরা সেলিমের লাশ উদ্ধার করতে ব্যর্থ হয়। বিকেলে কয়া সেতুঘাট এলাকায় জেলেরা মাছ ধরার জন্য জাল ফেললে সেলিমের লাশ উঠে আসে।

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানা পুলিশের ওসি মজিবুর রহমান বলেন, নিখোঁজের দুইদিন পর সেলিমের লাশ জেলেদের জালে পাওয়া গেছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আল-মামুন সাগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।