এক গোডাউনে ২ হাজার ১০৯ মেট্রিক টন চাল মজুত, দুই লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৯ আগস্ট ২০২০
ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় জেকে রাইস মিলে দুই হাজার ১০৯ মেট্রিক টন ধান ও চাল মজুতের দায়ে মিল মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার দোহালি এলাকায় এ অভিযান পরিচলানা করে জয়পুরহাট র‌্যাব-৫।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর উপজেলার দোহালি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে জেকে রাইস মিলে অভিযান চালিয়ে এক হাজার ২৪৭ দশমিক ৭৫০ মেট্রিক টন চাল ও ৮৬১ দশমিক ৫০ মেট্র্রিক টন ধান মজুত পাওয়া গেছে। যা পণ্যের উৎপাদন, আহরণ, সরবরাহ ও সংরক্ষণ আইনের পরিপন্থী। পরে ভ্রাম্যমাণ আদালতে জেকে রাইস মিলের মালিক যুগোল কিশোর গুপ্তকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত মিলের কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

আব্বাস আলী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।