ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২৫ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমিনরহাট
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২০

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও ভিসার মেয়াদ শেষ হওয়ায় প্রায় চার মাস কারাগারে থাকা ২৫ বাংলাদেশিকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ফেরত দিয়েছে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্টে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়। ওই ২৫ জন কুড়িগ্রামের চিলমারী উপজেলার বাসিন্দা।

গত শনিবার (২৯ আগস্ট) তাদের মুক্তির আদেশ দেয় ভারতের আদালত। এর চারদিন পর তারা দেশে ফিরলেন। ভারতের ধুবড়ি আদালতের আদেশের প্রেক্ষিতে সোমবার (৩১ আগস্ট) তারা দেশের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা থাকলেও সব প্রক্রিয়া শেষ করে বুড়িমারী চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তারা দেশে প্রবেশ করেন।

lalmonirhat

এর আগে গত ৩ মে দেশে ফেরার সময় ২৬ বাংলাদেশিকে আটক করে ভারতের ধুবড়ি পুলিশ। এর মধ্যে একজন ভারতের জেলে মারা যান। বৈধ উপায় ভারতে গিয়ে করোনাকালে আইনের বেড়াজালে আটক ২৫ বাংলাদেশি প্রায় চার মাস ভারতের কারাগারে আটক থাকার পর শনিবার ভারতের ধুবড়ি আদালত তাদের মুক্তির আদেশ দেয়।

lalmonirhat

ভারতের হাইকোর্টের আইনজীবী অসীম দাসগুপ্ত এবং ধুবড়ি আদালতের আইনজীবী রাজস্বী দাসগুপ্ত আটক বাংলাদেশিদের পক্ষে আইনি লড়াই করেছেন।

lalmonirhat

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ভারতে আটক ২৫ বাংলাদেশির বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলায়। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ ও ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই কুড়িগ্রামের চিলমারী উপজলোর রমনা ব্যাপারীপাড়া এলাকার বেশ কয়েকজন বৈধ উপায়ে ভারতে যান। এর মধ্যে লকডাউনে আটক হন ২৬ জন। ভারতে দ্বিতীয় দফা লকডাউনের আগে চ্যাংরাবান্ধা চেকপোস্ট খুলে দেয়ার কথা শুনে তারা রওনা দেন দেশের ফেরার জন্য। কিন্তু ৩ মে আসামের ধুবড়ি জেলার চাপোবৎ থানা পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। এর মধ্যে গত ১ জুলাই কারা হেফাজতে বকুল মিয়া নামে একজন মারা গেলে কয়েক দিন পর তার মরদেহ দেশে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

রবিউল হাসান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।