বস্তাভর্তি ইয়াবা ফেলে পালালেন পাচারকারী
কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানের মুখে এক লাখ ১০ হাজার পিস ইয়াবা ফেলে পালিয়েছেন এক পাচারকারী। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসতে পারে- এমন সংবাদের ভিক্তিতে সোমবার ভোররাতে বিজিবির একটি দল বঙ্গোপসাগরের সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় অবস্থান নেয়। পর অবস্থানরত টহল দলের সদস্যরা এক ব্যক্তিকে একটি বস্তা নিয়ে বঙ্গোপসাগর থেকে মেরিন ড্রাইভে উঠতে দেখে চ্যালেঞ্জ করেন। এ সময় ওই ব্যক্তি তার মাথায় থাকা বস্তাটি ফেলে দিয়ে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যান। পরে পাচারকারীর ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করে সেখানে থেকে এক লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম