সীমান্তে পড়েছিল মরা হাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২০

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা-কাটাবাড়ি এলাকায় একটি বিশাল মাদি হাতির মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে কাটাবাড়ি এলাকার আব্দুস সাত্তারের বাগান সংলগ্ন এলাকায় হাতিটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন।

স্থানীয়রা জানান, হাতিটির শরীরের বামপাশে একটি ক্ষত চিহ্ন রয়েছে। মনে হয় হাতিটিকে মেরে ফেলা হয়েছে।

বন বিভাগের মধুটিলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, হাতিটির শরীরের বামপাশে একটি ক্ষত রয়েছে। কিসের ক্ষত বলতে পারছি না। হাতিটি বয়স্ক। সম্ভবত অসুস্থ হয়ে মারা গেছে।

এদিকে দুপুরে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হাতিটির মরদেহ ময়নাতদন্ত করেন। নালিতাবাড়ী উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মইনউদ্দিন বলেন, হাতিটির বয়স ৬০-৬৫ বছর। লম্বা ১০ ফুট, বুকের প্রস্থ ১৬ ফুট, এর উচ্চতা ৯ ফুট। দেখে মনে হয়েছে বয়সজনিত কারণে এটি অসুস্থ হয়ে মারা গেছে। মৃত্যুটি স্বাভাবিক।

শরীরে ক্ষত সর্ম্পকে তিনি বলেন, হাতিটির গায়ে হার্নিয়া জাতীয় কিছু একটা ছিল। সেটিকেই অনেকে ক্ষত বলছেন। আসলে পাহাড়ি এলাকায় বিচরণের কারণে হাতির গায়ে দাগ ছিল।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।