নৌকায় এক লাখ ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা
কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফনদী দিয়ে পাচারকালে নৌকাসহ ১ লাখ ২০ হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে বিজিবি। বুধবার ভোরে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত টেকনাফ বিওপির টহলদল মাদকের একটি বড় চালান পাচারের সংবাদ পায়। পরে নাফ নদী বরাবর বিআরএম-৫ পয়েন্টের সাবরাং ইউনিয়নের দক্ষিণে লাফারঘোনা পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েকজন একটি নৌকা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ে।
এ সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে মাদক পাচারকারীরা নৌকা ফেলে কেওড়াবন জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল তল্লাশি করে ২টি বস্তাসহ ১টি কাঠের নৌকা পাওয়া যায়। বস্তা ২টি ব্যাটালিয়ন সদরে নিয়ে এসে গণনা করে ১ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানান তিনি।
এফএ/এমকেএইচ