বজ্রপাতে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
পাবনা সদর উপজেলার আতাইকুলায় বজ্রপাতে আশরাফুল ইসলাম আশরাফ (৪০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আতাইকুলা ইউনিয়নের কুঁচিয়ামোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম আশরাফ আতাইকুলা ইউনিয়নের দক্ষিণ কুঁচিয়ামোড়া গ্রামের এনায়েত প্রামাণিকের ছেলে। তিনি আতাইকুলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় বাসিন্দা জীবন কুমার জানান, আশরাফুল ইসলাম আশরাফ ঘটনার সময় বাড়ি সংলগ্ন একটি বিলের পাশে নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরএআর/জেআইএম