মেয়ে চেপে ধরলো গোপন অঙ্গ, বাবা মারলো পিটিয়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়ায় সড়কের গাছ কাটা নিয়ে বাকবিতণ্ডার জেরে এক ব্যক্তিকে অণ্ডকোষ চেপে অজ্ঞান করে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে পেকুয়া-বাশঁখালী সড়কের পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় ঘটেছে এ ঘটনা।

খবর পেয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদু রশিদ ও তার মেয়ে উর্মি আক্তারকে গ্রেফতার করেছে পেকুয়া থানার পুলিশ। নিহত মোক্তার আহমদ (৫২) কাদিমাকাটা এলাকার ছৈয়দ নুরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা মোক্তার আহমদ এলাকার সড়কের একটি গাছ কাটতে যায়। তিনি গাছ কাটা শুরু করলে একই এলাকার আবদুর রশিদ তাকে সড়কের গাছ কাটতে নিষেধ করেন। এ নিয়ে দু’পক্ষের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

খবর পেয়ে ১০টার দিকে আবদুর রশিদের পক্ষে আরও কয়েকজন গিয়ে এ ঘটনায় যোগ দেয়। এক পর্যায়ে আবদুর রশিদের মেয়ে উর্মি আক্তার গাছ কাটতে যাওয়া মোক্তার আহমদের অণ্ডকোষ চেপে ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। এসময় অন্যরা তাকে পেটাতে থাকে। মারধর থামার পর দেখে মোক্তারের নিথর দেহ আর জাগছে না।

পেকুয়া থানা পুলিশের ওসি কামরুল আজম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। সাথে ঘটনাস্থল থেকেই উর্মি আক্তার ও তার বাবা আবদুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।