ফেনীতে করোনা পরীক্ষায় ‘জিন এক্সপার্ট মেশিন’ চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০

করোনাভাইরাস পরীক্ষার জটিলতা নিরসনে ফেনীতে জিন এক্সপার্ট মেশিন চালু করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের মহিপালে বক্ষব্যাধি ক্লিনিকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

ফেনীর সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন দিগন্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. হাসান ইমাম, যক্ষ্মা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. শামিউল ইসলাম সাদী, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, ফেনী জেলা বিএমএ সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম এক যুবক করোনা আক্রান্ত হন। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৬৮ জন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত জেলায় ৯ হাজার ১৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯ হাজার ১৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শুরু থেকেই বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। করোনায় সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনসহ ৩৭ জন মারা গেছেন। ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাতজন। ২৭ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। টেলি মেডিসিন সেবা পেয়েছেন ৪২ হাজার ২৯০ জন।

jagonews24

জানা যায়, নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার জট কমাতে ফেনীতে জিন এক্সপার্ট মেশিন স্থাপন করা হয়। আট লাখ টাকা ব্যয়ে এই মেশিনটি স্থাপনের ফলে নোয়াখালীতে আর করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হবে না।

চট্টগ্রাম বিভাগীয় যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. বিশাখা ঘোষ জানান, এখন থেকে ফেনী জেলার নমুনা পরীক্ষা বক্ষব্যাধি ক্লিনিকে করা হবে। শুধু তাই নয়, জিন এক্সপার্ট মেশিনে যক্ষ্মার পাশাপাশি করোনা পরীক্ষাও করা হবে।

বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. খুরশিদ আলম জানান, করোনা ল্যাবটি পরিচালনার জন্য তিনজন টেকনিশিয়ান নিয়োজিত থাকবেন।

ফেনীর সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন দিগন্ত জানান, জিন এক্সপার্ট মেশিনে করোনা পরীক্ষার সুফল পাবে ফেনীবাসী। এতে ব্যাপকহারে করোনা পরীক্ষা করা হবে। ৪৫ মিনিটেই পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে।

রাশেদুল হাসান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।