ব্যবসায়ীকে মারপিট করে ছাত্রলীগ থেকে অব্যাহতি চাইলেন রাজু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০

চাঁদাবাজির অভিযোগে মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসায়ীকে মারপিটের ভিডিও ভাইরাল হওয়ার পর অবশেষে নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ তার পদ থেকে অব্যাহতি প্রদানের আবেদন করেছেন।

নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি/সম্পাদক বরাবর লিখিত আবেদন করে রোববার দুপুরে তিনি তার ফেসবুক আইডিতে এ অব্যাহতিপত্র প্রকাশ করেন।

আবেদনপত্রে রাজু আহমেদ বলেন, গত ৬ আগস্ট তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। পারিবারিক সমস্যার কারণে তার পক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। পারিবারিক সমস্যার কারণে সাংসারিক জটিলতা সৃষ্টি হয়েছে। এজন্য তিনি ওই পদ থেকে অব্যাহতি দানের আবেদন জানান।

এ ব্যাপারে রাজুর ব্যবহৃত মোবাইলফোন নম্বরে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভি বলেন, ফেসবুকে রাজুর অব্যাহতি দানের আবেদন দেখেছেন। কিন্তু পত্র তারা হাতে পাননি। রাজুকে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছিল। রোববার তিনদিনের সময় শেষ হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডের আরএফএল ভিগো শোরুমের স্বত্বাধিকারী সোহেল রানা বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও ছাত্রলীগ নেতা নয়নসহ ছয়-সাতজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে মামলা করেন।

আব্বাস আলী/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।