খাগড়াছড়িতে ডিবি পুলিশের জালে ২ ইয়াবা কারবারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০

এক হাজার ৪৮০ পিস ইয়াবাসহ খাগড়াছড়ি জেলা ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন দুই ইয়াবা কারবারি। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালের দিকে খাগড়াছড়ি জেলা সদরের গামারীঢালা এলাকা থেকে ইয়াবাসহ এই দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. রাহমত উল্লাহ ও মো. কামাল উদ্দিন। তারা দুজনই কক্সবাজারের টেকনাফ ও চকরিয়ার বাসিন্দা।

yaba

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. রাহমত উল্লাহ ও মো. কামাল উদ্দিনকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে একজনের কাছ থেকে ৮০০ পিস ও অপরজনের কাছ থেকে ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন জানিয়ে খাগড়াছড়ি জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান জানান, আটক দুই ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।