নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে
কুষ্টিয়ায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (৪৫ ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাটিকাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার পলাশপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, হাফিজুর রহমান বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পাটিকাবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাফিজুর রহমান ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার স্ত্রী। পরে পুলিশ গিয়ে হাফিজুরের মরদেহ উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরএআর/জেআইএম