গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে উত্তাল নোয়াখালী
গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালী। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় ও নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কয়েকটি সংগঠন।
এসো গড়ি উন্নয়ন সংস্থা, এনআরডিএস, নারী অধিকার জোট, এফপিএবিসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে করেন। তারা বলেন, আর যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এ জন্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর নজরদারি দরকার।

এর আগে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও রোববার (৪ অক্টোবর) দুপুরের দিকে ঘটনার ৩২ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে যায়। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। ঘটনার পর থেকে গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতনের শিকার গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে রাখে।

একপর্যায়ে তার পুরো পরিবারকে বসতবাড়ি ছাড়তে বাধ্য করলে ঘটনাটি এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থাকে। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ও র্যাব কয়েক দফায় অভিযান চালিয়ে প্রধান আসামিসহ এখন পর্যন্ত চার আসামিকে আটক করেছে।
মিজানুর রহমান/আরএআর/এমকেএইচ