হত্যা মামলায় ৩ ভাইয়ের ফাঁসির আদেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০১:১০ পিএম, ০৮ অক্টোবর ২০২০

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টের মাধ্যমে চাচাতো ভাই-বোনকে হত্যার দায়ে তিন ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ২০১৬ সালে এ হত্যাকাণ্ড ঘটে।

একই সঙ্গে মামলায় তিন আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের খালাস দিয়েছেন বিচারক। এছাড়া আবুল হোসেন নামে এক আসামি কিছুদিন আগে পলাতক অবস্থায় মারা গেছেন।

বৃপস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।

গাইবান্ধা কোর্ট পুলিশের পরিদর্শক তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের আবুল হোসেনের তিন ছেলে হযরত আলী (৫৫), হাফিজুল ইসলাম (৩২) ও আজিজুল হোসেন (২৭)।

খালাসপ্রাপ্তরা হলেন, মৃত্যুবরণকারী আবুল হোসেনের স্ত্রী জরিনা বেগম, হযরত আলীর স্ত্রী গোলেনুর বেগম ও হাফিজারের স্ত্রী মোর্শেদা আকতার।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, তসলিম উদ্দিন, মর্জিনা বেগম, জমিলা বেগম, আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম ২০১৬ সালের ১২ নভেম্বর সকালে নিজেদের জমিতে ধান কাটতে যাচ্ছিলেন। ওই দিন আসামিরা পরিকল্পিতভাবে বিদ্যুতের ছেঁড়া তার ফেলে রাখেন রাস্তায়।

সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামলার বাদী মফিজলের ছেলে তসলিম, ভাতিজি মর্জিনা, ছেলের বউ জমিলা বেগম ও ভাতিজা আলমগীর হোসেনসহ ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তসলিম উদ্দিন ও মর্জিনা বেগম মারা যান। এ ঘটনায় মফিজল হক বাদী হয়ে ওইদিন রাতেই সুন্দরগঞ্জ থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক জানান, মামলার অধিকতর তদন্ত শেষে পুলিশ আদালতে সাত আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আদালতে দীর্ঘ চার বছর এ মামলার শুনানি হয়। সর্বশেষ শুনানি শেষে মামলার তিন আসামিকে ফাঁসির আদেশ দেন বিচারক।

জাহিদ খন্দকার/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।