পাহাড়ের দুস্থ-অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:১১ পিএম, ০৮ অক্টোবর ২০২০

দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে বৈশ্বিক মহামারি করোনাকাল কাটাচ্ছে বাংলাদেশ। করোনা প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি সঙ্কটে পড়েছে পিছিয়ে পড়া পাহাড়ি জনপদের দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষ।

করোনার সঙ্কটময় পরিস্থিতিতে দুর্গম পাহাড়ের দুস্থ ও অসহায় মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতি মানবিক সহায়তা বিতরণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

Army

পাহাড়ে মানবিক সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের দুর্গম জুর্গাছড়ি, পশ্চিম জুর্গাছড়ি ও ময়ুরখিল এলাকার প্রায় দুই শতাধিক দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, লবণ, তেল, সুজি ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল মো. জাহাঙ্গীর আলম।

মানবিক সহায়তা বিতরণকালে লক্ষ্মীছড়ি জোনের ক্যাপ্টেন মো. সুহাদ শেমবিল ও ক্যাপ্টেন আব্দুল্লাহ আর রিফাহসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Army-1

করোনাযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে পিছিয়ে পড়া পাহাড়ি জনপদে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও হতদরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছে মন্তব্য করে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. জাহাঙ্গীর আলম বলেন, করোনা মহামারি ও দেশের সঙ্কটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত পাহাড়ের আর্তমানবতার সেবায় কাজ করে যাবে সেনাবাহিনী।

করোনা সঙ্কটে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসচেতনতাই আমাদের করোনার ভয়াল থাবা থেকে বাঁচাতে পারে।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।