গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা বিজয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১০ অক্টোবর ২০২০

গাইবান্ধার ৪ নম্বর সাহাপাড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ৩৬৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম মওলা।

তার নিকটতম আওয়ামী লীগ প্রার্থী মো. রেকায়েতুল ইসলাম (নৌকা) ভোট পেয়েছেন ৩৫১৪। নৌকার প্রার্থীর চেয়ে ১৭৭ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আব্দুল লতিফ।

এর আগে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণকালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বছরের ২১ নভেম্বর গাইবান্ধা সদর উপজেলার ৪ নম্বর সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলু অসুস্থ জনিত কারণে মারা যাওয়ায় আসনটি শূন্য হয়ে পড়ে।

জাহিদ খন্দকার/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।