সোয়া ২ লাখ ইয়াবা ফেলে মিয়ানমার পালাল পাচারকারীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:১৮ এএম, ১১ অক্টোবর ২০২০

কক্সবাজারের টেকনাফের ন্যাচারপার্ক এলাকার নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচারকালে ২ লাখ ২৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান। এ ঘটনায় কাউকে আট করা যায়নি।

ফয়সল হাসান খান বলেন, শনিবার সন্ধ্যার পর ২ বিজিবির আওতাধীন দমদমিয়া বিওপি’র ন্যাচারপার্ক বরাবর নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে, এমন খবরে দমদমিয়া বিওপি’র একটি বিশেষ টহলদল ওই এলাকা বরাবর নাফ নদীর কিনারে গিয়ে অবস্থান নেয়। নাফ নদী দিয়ে ৪-৫ জনকে ২টি নৌকা নিয়ে মিয়ানমার হতে শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল।

নৌকায় থাকা ব্যক্তিরা টহল দলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। টহলদল নিরাপদ ও কৌশলগত অবস্থান সরকারি সম্পদ এবং নিজেদের জান ও মাল রক্ষার স্বার্থে পাল্টা গুলি করে।

বিজিবির পাল্টা গুলিতে ভীত হয়ে সামনের নৌকায় থাকা ইয়াবা পাচারকারীরা নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং পিছনে আসা ইঞ্জিনচালিত নৌকায় স্থানান্তরিত হয়ে দ্রুত মিয়ানমারের দিকে চলে যায়। পরে টহলদল পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে ৩টি প্লাস্টিকের বস্তা পায়। তা খুলে ২ লাখ ২৬ হাজার ইয়াবা উদ্ধার করে।

সায়ীদ আলমগীর/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।