রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর সহযোগীসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১২ অক্টোবর ২০২০
রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর সদস্য জালালসহ পাঁচজন গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আলোচিত রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর সদস্য জালালসহ পাঁচজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এ সময় ৪০ হাজার ইয়াবাসহ দুটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) টেকনাফের হ্নীলা জাদিমোরা ওমরখাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামরী স্কুলপাড়ার মৃত কালা মিয়ার ছেলে শাহ জালাল ওরফে লাশ জালাল (১৯), রঙ্গিখালী পূর্বপাড়ার মৃত নবী হোছনের ছেলে খায়ের (১৯), সহযোগী গাজীপাড়ার সাবের আহমদের ছেলে নুরুল আফসার (২২), উলুচামরীর নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন (২৩) এবং আব্দুল হাকিমের ছেলে হেলাল উদ্দিন (২৬)।

কক্সবাজারে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন ওই এলাকায় একটি ইয়াবার চালান খালাস হচ্ছে।

এমন খবরের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে জকির বাহিনীর সহযোগী জালালসহ পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং ৪০ হাজার ইয়াবা উদ্ধার হয়।

গ্রেফতার জালাল এলাকায় লাশ জালাল হিসেবে পরিচিত এবং কুখ্যাত রোহিঙ্গা জকির বাহিনীর অন্যতম সদস্য। তারা দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে নানা অপকর্ম চালিয়ে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।