২১ লাখ ভারতীয় জাল রুপিসহ যুবক ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:০১ পিএম, ১২ অক্টোবর ২০২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২১ লাখ ভারতীয় জাল রুপিসহ আব্দুল বাসিদ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ভোররাতে উপজেলার পুকুরিয়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক বাসিদ শিবগঞ্জ উপজেলার কানসাট কাঠগড় গ্রামের বাসিন্দা।

বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া পেট্রলপাম্পের সামনে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ২১ লাখ ৩০ হাজার ভারতীয় জাল রুপিসহ আব্দুল বাসিদকে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।