খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৪ অক্টোবর ২০২০

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে পানিতে ডুবে কামরুন নাহার সাথী (৪) ও সুমাইয়া আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়ের হাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাথী একই এলাকার রিকশা চালক কামাল হোসেনের মেয়ে ও সুমাইয়া মাছ ব্যবসায়ী সেলিমের মেয়ে। একসঙ্গে দুই মেয়েকে হারিয়ে পরিবারের সদস্যসহ আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির পুকুরের পাশে সাথী ও সুমাইয়া খেলছিল। হঠাৎ করে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা গেছে।

কাজল কায়েস/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।