বান্দরবানে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৬ অক্টোবর ২০২০
ফাইল ছবি

বান্দরবানের রোয়াংছড়িতে সাউ প্রু মারমা (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাউ প্রু মারমা রোয়াংছড়ি সদর ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নতুনপাড়া সড়কে সাউ প্রু মারমাকে গুলি করে হত্যা করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি- হত্যাকাণ্ডের সঙ্গে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র শাখার ক্যাডাররা জড়িত। আধিপত্য বিস্তারের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

এ বিষয়ে রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল কবির বলেন, গুলি করে সাবেক এক মেম্বারকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।