রিমান্ড শেষে কারাগারে দেলোয়ার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূলহোতা দেলোয়ার হোসেনকে সাতদিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। ১নং আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক দেলোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নোয়াখালী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল জানান, গত ১৮ অক্টোবর নারী নির্যাতন ও অস্ত্র আইনের মামলায় আদালত পৃথকভাবে দেলোয়ার হোসেনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদেক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্য আটজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মিজানুর রহমান/আরএআর/এমকেএইচ