সম্পত্তি ভাগ করে না দেয়ায় ফুফুকে গলা কেটে হত্যা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সম্পত্তি ভাগ করে না দেয়ায় ফুফু শামছুন নাহারকে গলা কেটে হত্যা করেছে ভাইয়ের ছেলে পারভেজ।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার উত্তর বাইশপুর ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ পারভেজকে আটক করেছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ বলেন, জায়গা-সম্পত্তি ভাগ করে না দেয়ায় পারভেজ তার ফুফুকে হত্যা করেছে বলে মায়ের কাছে বলেছে।
এলাকাবাসী জানিয়েছে, শামছুন নাহার বাবার বাড়ি থেকে তার মাকে দেখাশোনা করতেন। ফুফু শামছুন নাহারের সঙ্গে পারভেজদের সম্পত্তিগত বিরোধও চলছিল দীর্ঘদিন।
জানা গেছে, মতলব দক্ষিণ উপাদী উত্তর ইউনিয়নের বহরী গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী শামছুন নাহার। তাদের তিনটি কন্যাসন্তান রয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. আহসান হাবীব, জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম।
এছাড়া টিবিআই ইন্সপেক্টর মো. বাচ্চুর নেতৃত্বে চৌকসদল ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত জব্দ করেন।
বিএ