বনফুডের বার্গার-পিৎজা খেয়ে ২৫ জন অসুস্থ, রেস্তোরাঁ মালিক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০১ নভেম্বর ২০২০
কুষ্টিয়া শহরের বনফুড নামের একটি বেকারি ও রেস্তোরাঁর পিৎজা-বার্গার খেয়ে ২৫ জন অসুস্থ

কুষ্টিয়া শহরের বনফুড নামের একটি বেকারি ও রেস্তোরাঁর পিৎজা-বার্গার খেয়ে ২৫ জন অসুস্থ হওয়ার ঘটনায় রেস্তোরাঁ মালিক শাকিল আহম্মেদ জালালসহ প্রতিষ্ঠানের তিন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ওই রেস্তোরাঁর পিৎজা-বার্গার খেয়ে প্রায় ২৫ জন অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে গুরুতর অসুস্থ আটজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আক্রান্তরা সবাই পেটের ব্যথা এবং বমির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বাকিদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় শনিবার রাতে কুষ্টিয়া মডেল থানা শহরের বনফুড বেকারি ও রেস্তোরাঁর মালিক শাকিল আহম্মেদ জালালকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে প্রতিষ্ঠানের তিন কর্মচারীকেও গ্রেফতার করা হয়।

খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় শনিবার রাতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই ফিরোজ বাদী হয়ে নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ আইন-২০১৩ মোতাবেক মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই মাহামুদ্দুজ্জামান রেস্তোরাঁ মালিক শাকিল আহম্মেদ জালালসহ ওই প্রতিষ্ঠানের তিন কর্মচারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

অসুস্থদের সবার পেটে ব্যথা ও বমির সঙ্গে পাতলা পায়খানা শুরু হয়। পরে স্বজনরা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, খাদ্যে বিষক্রিয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

আল-মামুন সাগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।