পাবিপ্রবিতে একক অবস্থান কর্মসূচিতে নেমেছেন ড. আলীম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৫ নভেম্বর ২০২০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক ডিন ড. এম আব্দুল আলীম একক অবস্থান কর্মসূচি পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে তিনি একাই এ কর্মসূচি পালন করছেন। অবস্থান কর্মসূচিতে তিনি ৮ দফা দাবি তুলে ধরেছেন।

অবস্থান কর্মসূিচতে থাকা ড. আব্দুল আলীম তার ৮ দফা দাবির বিষয়ে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুস সুবহানকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড থেকে অপসারণ করতে হবে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপকদের এ বিশ্ববিদ্যালয়ে দেয়া চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা। তার ভাষায় শিক্ষকদের প্রমোশন নীতিমালা ও নিয়মভঙ্গ করে দেয়া শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা। তিনি আধুনিক ভাষা ইন্সটিটিউট পুনরায় অর্গানোগ্রামে যুক্ত করা এবং এই ইন্সটিটিউটে এডহক-ভিত্তিতে চাকরি করা দুই শিক্ষকের বেতন পুনরায় চালু করার দাবি জানান।

এছাড়া তার ভাষায় শিক্ষক-হয়রানি বন্ধসহ শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ বন্ধ করা। ড. আলীমের ভাষায়, বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে নিয়োগকৃত চেয়ারম্যান/ডিনদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার দাবিও করেছেন তিনি।

তিনি ভাইস-চ্যান্সেলর পদের মর্যাদা রক্ষায় বর্তমান উপাচার্য কর্তৃক ক্ষমতার অপব্যবহার করে ফাঁকি দেয়ার দাবি করে জানান, বিপুল অঙ্কের বাড়ি ভাড়া ভিসিকে বিশ্ববিদ্যালয় তহবিলে ফেরত দিতে হবে। এছাড়া তিনি পাবিপ্রবিতে বাস্তবায়নাধীন প্রায় ৫শ কোটি টাকার প্রকল্পের কাজে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।

বৃহস্পতিবার বিকেলে ড. আলীম জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তার কর্মসূচি চলবে। শেষ পর্যন্ত তার এসব দাবি মানা না হলে অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলে পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান ড. আব্দুল আলীম।

এদিকে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রোস্তম আলী এসব অভিযোগ অস্বীকার করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শান্ত পরিবেশ নষ্ট করতেই জামাত শিবিরের এজেন্ডা বাস্তাবায়নে নেমেছেন ড. আব্দুল আলীম। তার এ ধরনের কর্মকাণ্ডে তিনি বিরক্ত বলে জানান।

আমিন ইসলাম/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।