আগুনে পুড়ে ১৪ ঘর ছাই, কোটি টাকার ক্ষতি
মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে ১৪টি ঘর ছাই হয়ে গেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার সন্যাসীর চর খলিফাকান্দি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কালাম গাছির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়ানক রুপ ধারণ করে। একের পর এক ঘর পুড়তে থাকে। শিবচর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কালাম গাছির বসতঘর, রান্না ঘর, গোয়ালঘর, আবু বকর গাছির বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর, হবি গাছির বসতঘর, আয়নাল গাছির বসতঘর, মান্নান গাছির রান্নাঘর, রশিদ গাছির বসতঘর, আব্দুর রব গাছির বসতঘর, নুর ইসলাম গাছির রান্নাঘর, সলেমান গাছির রান্নাঘর, দুলাল গাছির রান্নাঘরসহ ১৪টি ঘর ভস্মীভূত হয়েছে। ঘরে থাকা ধান, পাট, রসুন, স্বর্ণালংকারসহ নগদ প্রায় লক্ষাধিক টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

পল্লী বিদ্যুতের সন্যাসীর চরের লাইনম্যান আবুল কালাম বলেন, আমরা খবর পাওয়া মাত্র বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে ঘটনাস্থলে আসি। আগুন নিয়ন্ত্রণে আসার পর দুটি মিটারের অংশ পেয়েছি মাত্র, ছয়টি মিটারের কোনো চিহ্ন মেলেনি।
স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় প্রবেশের রাস্তার বেহাল দশার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। যদি ফায়ার সার্ভিসের দল আরও দ্রুত আসতে পারতো তাহলে ক্ষতির পরিমাণ কম হতো।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তাদের প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে।
এ কে এম নাসরিরুল হক/আরএআর/পিআর