ঝালকাঠিতে দেড় কিলোমিটার সড়কে উচ্ছেদ অভিযান
ঝালকাঠি শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগ।
শহরের প্রবেশদ্বার সুতালড়ি পুলিশ লাইন সংলগ্ন এলাকা থেকে শুরু করে গুরুধাম ব্রিজ এবং সড়ক ও জনপদ বিভাগের কার্যালয় থেকে পেট্রোলপাম্প মোড় পর্যন্ত সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুছা।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, উপসহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম, সার্ভেয়ার ইকবাল হোসেন।
সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবীর জানান, ঝালকাঠি শহরের প্রবেশদ্বার সুতালড়ি পুলিশ লাইন সংলগ্ন এলাকা থেকে শুরু করে গুরুধাম ব্রিজ এবং সড়ক ও জনপদ বিভাগের কার্যালয় থেকে পেট্রোলপাম্প মোড় পর্যন্ত সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেনের সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
সরকারি জমিতে অবৈধভাবে দখল করে রাখা স্থাপনা সমূহ ব্লু ড্রেজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
এএইচ/জেআইএম