মানব সেবার চেয়ে বড় কিছু নেই : শাজাহান খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৪ নভেম্বর ২০২০

মাদারীপুরে আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতালের উদ্যোগে করোনা, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগে গ্রাম্য চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাদারীপুর জেলার চারটি উপজেলার গ্রাম্য চিকিৎসকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, ‘আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল মাদারীপুর জেলার সবচেয়ে বড় হাসপাতাল। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। হাসপাতাল মানেই মানব সেবাকেন্দ্র, মানব সেবার ওপর বড় কিছু নেই। করোনাকালীন এই গ্রাম্য চিকিৎসকরাই সাধারণ মানুষের পাশে ছিলেন।’

অনুষ্ঠানে আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আলী আকবরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মহাসচিব আবু ইউসুফ খান বাদল, হাসপাতালের ব্যবস্থাপক মীম রহমান, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি জুয়েল মীরসহ অনেকেই।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. বোরহান উদ্দিন। অনুষ্ঠানে সাত শতাধিক গ্রাম্য চিকিৎসক অংশগ্রহণ করেন।

এ কে এম নাসিরুল হক/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।