বান্ধবীর মামলায় গ্রেফতার দুলাভাই-শ্যালিকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:৫৮ এএম, ১৫ নভেম্বর ২০২০
ফাইল ছবি

গাইবান্ধায় কিশোরীকে গণধর্ষণের মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) গণধর্ষণের শিকার কিশোরী গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করলে রাতেই গোবিন্দগঞ্জ শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জাগো নিউজকে জানান, নারায়ণগঞ্জে একই বাসায় ভাড়া থাকার সুবাদে বরিশালের বাকেরগঞ্জের ওই কিশোরীর সঙ্গে গোবিন্দগঞ্জের কিশোরী আদুরীর পরিচয় হয়। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

২৭ অক্টোবর আদুরীর সঙ্গে তাদের গোবিন্দগঞ্জের বাড়িতে বেড়াতে আসেন নির্যাতিতা কিশোরী। শুক্রবার আদুরী তার দুলাভাই সোহেল মিয়ার সঙ্গে ওই কিশোরীকে ঢাকায় পাঠান। শুক্রবার সকালে ওই কিশোরীকে নিয়ে মোটরসাইকেলে রওনা হন সোহেল।

রাতে অপরিচিত স্থানে নিয়ে গিয়ে অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জন মিলে ওই কিশোরীকে গণধর্ষণ করেন সোহেল। পরে গভীর রাতে তাকে বালুয়াবাজারে বাংলালিংক টাওয়ারের সামনে ফেলে রেখে চলে যান। খবর পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শনিবার দুপুরে নির্যাতনের শিকার কিশোরী বাদী হয়ে অভিযুক্ত সোহেলসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করে থানায় মামলা করেন।

এরপর অভিযান চালিয়ে আদুরী ও অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। শনিবার বিকেলে গাইবান্ধা সদর হাসপাতালে নির্যাতিত কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

জাহিদ খন্দকার/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।