চিকিৎসকবিহীন মাদক নিরাময় কেন্দ্র সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৬ নভেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরে ‘অশ্রু’ নামে একটি মাদক নিরাময় কেন্দ্র সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শহরের দক্ষিণ পৈরতলা এলাকার ওই মাদক নিরাময় কেন্দ্রে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস।

Brahmonbaria

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে চিকিৎসক ছাড়াই মাদক নিরাময় কেন্দ্র চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অশ্রুতে অভিযান চালানো হয়। অশ্রু পরিচালনার জন্য কর্তৃপক্ষ বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। সেখানে কোনো চিকিৎসকও নেই। এমনকি সাইকোলজির ওপর সনদ আছে, এমন কাউকেও পাওয়া যায়নি মাদক নিরাময় কেন্দ্রটিতে। সেজন্য প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস জানান, প্রতিষ্ঠানটি সিলগালা করার পর সেখানে থাকা রোগীদের নিয়ে আসা হয়েছে। অশ্রু কর্তৃপক্ষের খরচে অন্য একটি বৈধ মাদক নিরাময় কেন্দ্রে তাদের ভর্তির ব্যবস্থা করা হবে।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।