অপহরণ মামলার তদন্তে বেরিয়ে এলো কিডনি পাচার চক্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১১:৫৪ পিএম, ১৬ নভেম্বর ২০২০

গাইবান্ধায় রায়হান আলী (৩৯) নামে কিডনি পাচার চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (১৫ নভেম্বর) গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রায়হান।

সোমবার (১৬ নভেম্বর) বিকালে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আলিফ জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি অপহরণের মামলার তদন্তকালে তারা এ চক্রের সন্ধান পান।

তিনি বলেন, ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর চাকরি দেয়ার কথা বলে গোবিন্দগঞ্জের আব্দুল ওহাবকে ডেকে নেয় পূর্ব পরিচিত রাকিবুল। এরপর ওহাবের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ওহাবের বাবা মজিদ সরকার বাদী হয়ে ২০১৮ সালের ২ নভেম্বর গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। একই বছরের ২৯ সেপ্টেম্বর রাকিবুল গাজিপুরে পুলিশের হাতে ধরা পড়লে ওহাবকে কিডনী পাচার চক্রের হাতে তুলে দেয়ার তথ্য দেয়।

পরের বছর পিবিআই মামলার তদন্তভার নেয়ার পর কিডনি পাচার চক্রের সদস্য রায়হানের সম্পৃক্ততা পেলে শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার বাড্ডা থেকে তাকে গ্রেফতার করে। পরে রোববার (১৫ নভেম্বর) গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।

ওহাবকে ডেকে নেয়ার পর রাকিবুল তাকে রায়হানের কাছে হস্তান্তর করে। রায়হান সান এন্টার প্রাইজের মালিক কবিরের সহযোগিতায় ঢাকায় বিভিন্ন হাসপাতালে ওহাবের পরীক্ষা নিরীক্ষার পর তাকে ভারতে পাঠায়। সেখানে দীর্ঘদিন আটকে রাখার পর একটি হাসপাতালে অপারেশনের মাধ্যমে ওহাবের কিডনি বের করে নেয়া হয়।

পিবিআইয়ের পুলিশ সুপার আলিফ জানান, অন্য আসামিদের গ্রেফতারের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

জাহিদ খন্দকার/এএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।