রাজবাড়ীর কোথাও মিলছে না আলু
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে মোকামে দাম বেশি এবং লোকসান ও জরিমানার ভয়ে আলু আমদানি বন্ধ রেখেছেন রাজবাড়ীর আড়তদাররা। ফলে রাজবাড়ীর বাজারে মিলছে না আলু। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
জানা গেছে, জেলা শহরের বড় পাইকারী কাঁচা বাজারে প্রতিদিন দুই থেকে তিনশ মণ আলু আমদানি হতো। যা কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। ফলে পাইকারী ও খুচরা বাজারে কোথাও আলু পাওয়া যায়নি। ক্রেতারা একাধিক দোকান ঘুরেও পাচ্ছেন না আলু। এছাড়া আলু আমদানি-রফতনি বন্ধ থাকায় এ খাতের শ্রমিকরা অলস সময় পারছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজবাড়ী জেলা শহরের বড় পাইকারী কাঁচা বাজারে সরজমিনে দেখা যায়, সব ধরনের কাঁচা সবজি পাওয়া গেলেও কোনো আড়তে মেলেনি আলু। এছাড়া খুচরা বাজারেও আলু নেই। আলুর আড়ত পুরো খালি।
ক্রেতা আব্দুর রশিদ জানান, অনেকে কাঁচা বাজার করতে এসেছেন। কিন্তু বেশ কয়েকটি দোকান ঘুরেও আলু পায়নি। আলু তো প্রয়োজনীয় সবজি। সরকার ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় না হলে ক্রেতাদের হয়রানি আরও বাড়বে।

আড়তের শ্রমিক সরদার খবির শেখসহ ১৫ শ্রমিক আলু লোড-আনলোড করতেন। দাম বেশি হওয়ায় কয়েকদিন আড়তে আলু আসছে না। আর আলু না আসায় রোজগার বন্ধ রয়েছে। এভাবে চলতে থাকলে তাদের না খেয়ে মরতে হবে বলে জানান তিনি।
আড়তদার মোস্তাক আহম্মেদ, আব্দুল মতিন মিয়াসহ অনেকে জানান, সরকারের বেঁধে দেয়া দামে মোকাম থেকে আলু কেনা যাচ্ছে না। যে কারণে আলু আমদানি বন্ধ রাখা হয়েছে। বেশি দামে কিনলে তো বেশি দামেই বিক্রি করতে হবে। কিন্তু বেশি দামে বিক্রি করলে প্রশাসন জরিমানা করে। তাই লোকসান দিয়ে ব্যবসা না করতেই আলু আমদানি বন্ধ রাখা হয়েছে।

রাজবাড়ী জেলা শহরের বড় পাইকারী কাঁচা বাজারের সাধারণ সম্পাদক আমান ট্রেডার্সের মো. আলতাফ হোসেন চৌধুরী বলেন, সরকার নির্ধারণ করেছে আড়তে ৩০ টাকা কেজিতে আলু বিক্রি করতে হবে। কিন্তু মোকাম থেকে কিনতে হয় ৪০-৪২ টাকায়। যে কারণে আলু বাজারে আনা হচ্ছে না। সরকারি নিয়ম অনুযায়ী বিক্রি করলে প্রতিদিন কয়েক লাখ টাকা লোকসান হবে।
রুবেলুর রহমান/এএইচ/এমএস